ডিসেম্বরে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। বারাসত ফ্লাইওভারে বন্ধ থাকবে যান চলাচল
৬ ডিসেম্বর থেকে প্রতি শনি ও রবিবার বারাসতে ফ্লাইওভারের সংস্কারের কাজ হবে। চলবে আগামী চারমাস। এজন্য কাজ শুরুর পর থেকে প্রতি শনি ও রবিবার ফ্লাইওভার দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হবে। বাকি দিনগুলিতে অবশ্য যান চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার দোলতলা পুলিস লাইনে এনিয়ে একটি বৈঠক হয়। পুলিস ও প্রশাসনের পাশাপাশি বারাসত ও মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান, পরিবহণ ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। ঠিক হয়েছে, ওই সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দিনগুলিতে পড়েছে, সেই দিনগুলিতে মেরামতির কাজ বন্ধ থাকবে।
বারাসত শহরের যানজট কমাতে চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত ১২ নম্বর রেলগেটের উপর দিয়ে ফ্লাইওভার তৈরি হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ফ্লাইওভারের নীচে ৩২টি পিলার রয়েছে। প্রতিটি পিলারের সঙ্গে রয়েছে বিয়ারিং। সেগুলির সংস্কার করা হবে। ৬ ডিসেম্বর কাজ শুরু হয়ে চলবে চার মাস। পিলারের কাজ যেদিন হবে, সেদিন নীচের হকারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যান চলাচল পুরো বন্ধ থাকবে। বাসগুলিকে বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া পণ্যবাহী ট্রাক টাকি রোডের কাঁচকল মোড়, অশোকনগরের বিল্ডিং মোড় ও সোদপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
এদিকে, ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এরপর উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষাগুলি যে যে শনিবারে আছে, সেই সেই শনিবার কাজ বন্ধ থাকবে। এই প্রসঙ্গে পূর্তদপ্তরের বারাসত ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতাপ পুরকায়েত বলেন, ৬ ডিসেম্বর বারাসত ফ্লাইওভারের সংস্কারের জন্য এদিনই পুলিস ও প্রশাসনের কাছ থেকে চিঠি পেয়েছি। ওই দিন থেকেই সংস্কারের কাজের জন্য প্রস্তুত আছে পূর্তদপ্তরের বারাসত ডিভিশন। ট্রাফিক পুলিস
সুত্রে জানানো হয়েছে, মানুষের সচেতনতার জন্য পুলিসের পক্ষ মাইকিং করা হবে।
+ There are no comments
Add yours