ডুরান্ড কমিটি এবং রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ দু’দলের সমর্থকরা প্রতিযোগিতা ভুলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার কথা বলছিলেন৷
দু’পক্ষই রাজি ছিল ৷ এই নিয়ে তৎপরতাও শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি প্রশাসনের । তাই বেলা সাড়ে এগারোটায় ডার্বির সাংবাদিক সম্মেলন পিছিয়ে সাড়ে পাঁচটা করা হয় । ইতিমধ্যে দুই প্রধানের কাছে ডার্বি বাতিলের চিঠি গিয়েছে ৷ পরে কবে আয়োজিত হবে এবং তা কলকাতার বাইরে করা হবে তার ইঙ্গিত রয়েছে ৷
আরজি কর কাণ্ডে সরব সিরাজ, বুমরার পর মুখ খুললেন আরেক স্পিডস্টার
কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে প্রশাসন ডার্বি আয়োজন করার ঝুঁকির বিষয় হয়েছে, স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখলের ডাকে বিপুল সমাবেশ এবং পরবর্তী সময়ে প্রতিবাদ আন্দোলন নানান স্তরে ছড়িয়ে পড়াতেই ডার্বিকে আর প্রতিবাদের মঞ্চ করে দিতে প্রশাসন রাজি নয় ৷ ম্যাচ অন্যত্র সরানোর পরিকল্পনাও চলছে