সুপ্রিম কোর্টের ‘কোটার মধ্যে কোটা’ রায় নিয়ে চূড়ান্ত আপত্তি। আর তাই বুধবার ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী ও দলিতরা। যদিও এই বনধের তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে পর্যাপ্ত বন্দোবস্ত রাখা হয়েছে।ভারত বনধের ডাক দিয়েছে দলিত ও আদিবাসী সংগঠন। তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি নির্দেশ দেয়। তারই প্রতিবাদে ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা । রেল অবরোধ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর সম্ভাবনা রয়েছে। বিহারে রিজার্ভেশন বাঁচাও সংঘর্ষ কমিটির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তবে এই বনধের জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি রাখা হয়েছে।এই বনধকে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীম সেনা সহ একাধিক রাজনৈতিক দল।

সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলার রায়ে জানানো হয়, তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়ার কথা জানানো হয়। তফসিলি জাতি এবং জনজাতি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশকে বাড়তি সুবিধা দেওয়ার কথা জানায় দেশের শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চের মধ্যে ছ’জনই কোটার মধ্যে কোটার পক্ষে রায় দেন।

জনজাতি, উপজাতিদের সংরক্ষণে ক্রিমি লেয়ার ও পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে বিভাজন তুলে ধরার বিষয়টি নিয়ে ঘোরতর আপত্তি তোলা হয়েছে। ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থার তরফে দাবি করা হয়েছে, পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে এই শ্রেণিবিভাজন জনজাতি ও উপজাতিদের সাংবিধানিক অধিকার খর্ব করেছে। সরকার যেন সুপ্রিম কোর্টের এই রায় গ্রহণ না করে।

জনজাতি, উপজাতি এবং OBC-দের সংরক্ষণের জন্য সংসদে একটি নতুন আইন আনার দাবিও জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে থাকা সংরক্ষিত শূন্যপদগুলি অবিলম্বে পূরণের দাবিও করা হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি, জনজাতি এবং অনগ্রসর জাতির জন্য ন্যায়বিচার এবং সমতা রক্ষারও দাবি জানানো হয়েছে।
তাদের দাবি পূরণ না হলে তখন শুধুমাত্র বনধ নয়, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author