তাজমহলে মুখ গোমড়া করেই ঘুরছিলেন যুগল, পুলিশ সন্দেহ পেয়ে যা জানল, সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল পুলিশ!
সম্প্রতি আগ্রার তাজমহলে ঘটে এক অদ্ভুত ঘটনা। প্রায় ২০০০ কিলোমিটার দূর থেকে তাজমহল দেখতে আসা এক তামিলনাড়ু-ভিত্তিক যুগলকে দেখে পুলিশের সন্দেহ হয়। মুখ গোমড়া করে ঘুরছিলেন তারা, যা দেখে ট্যুরিজম পুলিশ দ্রুত তাদের কাছে গিয়ে জানতে পারে, ভুল করে অটোর মধ্যে তাদের টাকার ব্যাগটি ফেলে এসেছেন। পুলিশ তখনই তৎপর হয়ে সিসিটিভি ফুটেজ দেখে অটোটির সন্ধান পায় এবং কয়েক ঘণ্টার মধ্যে ব্যাগটি উদ্ধার করে যুগলের হাতে তুলে দেয়। তাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
+ There are no comments
Add yours