তেলঙ্গানায় ৫.৩ মাত্রার ভূমিকম্প, মহারাষ্ট্র ও তামিলনাডুতেও অনুভূত
বুধবার ভোর ৭:২৭ নাগাদ তেলঙ্গানার মুলুগু জেলায় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনের ফলে তেলঙ্গানার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর কয়েকটি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হায়দরাবাদসহ অন্যান্য শহরে বড় বিল্ডিংগুলি কেঁপে ওঠে, এবং মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যায়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, ভূমিকম্পের কম্পন নাগপুর, গড়চিরৌলি ও চন্দ্রপুরেও অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ভারতে বিশেষ করে তেলঙ্গানায় ভূমিকম্প খুবই বিরল, যা এই অঞ্চলের বাসিন্দাদের জন্য একটি অস্বাভাবিক ঘটনা।
ভূমিকম্পের পর, জনগণকে নিরাপদ থাকার জন্য সতর্কতা দেওয়া হয়েছে, যেমন মজবুত আসবাবের নিচে মাথা ঢেকে থাকা এবং বহুতল ভবনে থাকলে ভবনের বাইরে না গিয়ে সিঁড়ি দিয়ে নিরাপদে বেরিয়ে আসা।
+ There are no comments
Add yours