দিল্লি-নিউ ইয়র্ক রুটে চালু এয়ারবাস এ ৩৫০ উড়ান পরিষেবা
দিল্লি-নিউ ইয়র্ক রুটে এয়ার ইন্ডিয়া শুক্রবার থেকে এয়ারবাস এ৩৫০ বিমানে উড়ান পরিষেবা চালু করল। এই প্রথম কোনও অতি দূরপাল্লার রুটে এ৩৫০ বিমান চালানো শুরু করল এয়ার ইন্ডিয়া। এটা এমন একটা সময়ে চালু হল যখন পর্যাপ্ত সংখ্যক ওয়াইড-বডি বিমান না থাকায় ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউএস গন্তব্যে ৬০টির মতো উড়ান বাতিল করেছে টাটা গোষ্ঠীর উড়ান সংস্থাটি। আসলে রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু ওয়াইড-বডি বিমান বসে রয়েছে এয়ার ইন্ডিয়ার।
দিল্লি-নিউ ইয়র্ক রুটে এ৩৫০-৯০০ বিমানে উড়ান পরিষেবা চালু করার পর এয়ার ইন্ডিয়া জানিয়েছে আগামী বছরের ২ জানুয়ারি থেকে তারা দিল্লি-নেয়ার্ক রুটে সপ্তাহে পাঁচ দিন এ৩৫০ বিমান চালাবে। এখন এয়ার ইন্ডিয়ার হাতে ৬টি এয়ারবাস এ৩৫০-৯০০ বিমান রয়েছে।
যে সমস্ত উড়ানে ১৬ ঘণ্টা বা তার বেশি সময় লাগে, সেগুলিকে অতি দূরপাল্লার উড়ান বলে। এয়ার ইন্ডিয়া উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে ভারত থেকে অতি দূরপাল্লার উড়ান চালায়।
গত বছরের ডিসেম্বরে এয়ার ইন্ডিয়া প্রথম এ৩৫০-৯০০ বিমান হাতে পায়। তার পর প্রথমে কয়েকটি ঘরোয়া রুটে ওই বিমান দিয়ে উড়ান পরিষেবা চালায় তারা। এর পর দিল্লি-লন্ডন মাঝারি দূরপাল্লার রুটে তারা ওই বিমান চালানো শুরু করে।
এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজ়িকিউটিভ অফিসার ক্যাম্পবেল উইলসন বলেন, ‘সেপ্টেম্বরে দিল্লি-লন্ডন হিথরো রুটে উড়ান পরিষেবায় নতুন বিমানটি আমরা চালু করার পর অতিথিদের প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। তাই আমরা এখন এই বিমানকে নিউ ইয়র্ক রুটে চালু করতে পেরে খুবই আনন্দিত।
+ There are no comments
Add yours