দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ঋত্বিক-দিশা।
টলিপাড়ায় ফের বিয়ের সানাই। এবার চুপিসারে আইনি বিয়ে সারলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। প্রায় এক বছরের প্রেম পর্বের পর প্রেমিকা দিশা দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ‘আনন্দী’ ধারাবাহিকের নায়ক। যদিও সমাজ মাধ্যমে এখনও বিয়ের ছবি প্রকাশ্যে আনেননি তিনি।ঋত্বিকের প্রেমিকা জনপ্রিয় নেটপ্রভাবী দিশা দাস। অনেকদিন ধরেই ঋত্বিক-দিশা একসঙ্গে ছবি পোস্ট করলেও নিজেদের সম্পর্ক নিয়ে সেইভাবে কখনও কথা বলেননি তাঁরা। আসলে নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন ‘আদি’ । তবে তিনি যে চুটিয়ে প্রেম করছেন তা গত কয়েক মাস যাবৎ সামাজিক মাধ্যম চোখ রাখলেই স্পষ্ট বোঝা গিয়েছে। এমনকী পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করতেও দেখা গিয়েছে ‘টুকাইবাবু’কে।
প্রেম যেমন আড়ালে রেখেছিলেন, তেমনই সোমবার আইনি বিয়েও শুধুমাত্র পরিবারদের নিয়েই সারলেন ঋত্বিক ও দিশা। অভিনেতার কথায়, ‘গতকালই বিশেষ দিনটা দারুন কেটেছে। নিজেদের মধ্যে অর্থাৎ পরিবারকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম, বেশ ভাল লাগছে। বহুদিন ধরেই আমরা একে অপরকে চিনি।, তবে প্রেম শুরু হয় এক বছর আগে থেকে।’
আইনি বিয়ের পর দিনই মঙ্গলবার শুটিং শুরু করে দিয়েছেন ঋত্বিক। কোনও রকম বাহ্যিক আড়ম্বর ছাড়াই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি এবং আশীর্বাদের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই তারকা।
আশীর্বাদ এবং মালা বদলের সময় ভিন্ন পোশাকে দেখা গিয়েছে নবদম্পতিকে। আংটি বদলের সময় একেবারে বাঙালি সাজেই ছিলেন তাঁরা। দিশা পরেছিলেন গোলাপি পাড় হলুদ সিল্কের শাড়ি, সঙ্গে হালকা গয়না। স্ত্রীর পোশাকের সঙ্গে মানানসই ঘিয়ে রঙা সিল্কের পাঞ্জাবি ছিল ঋত্বিকের পরনে। রেজিস্ট্রির সময় সবুজ শাড়িতে দেখা যায় বাস্তবে ‘আদিদেব’-এর স্ত্রীকে। সবুজ পাঞ্জাবিতে ছিলেন অভিনেতা।
+ There are no comments
Add yours