সরকারি কাজে বাধা এবং দলের নাম করে ভয় দেখিয়ে অথবা কেউ যদি টাকা ঘুষ চাই তাহলে সেই মুহুর্তে তাঁকে অভিযোগ জানানোর কথা জানালেন অভিষেক। এক কথায় এবার দুর্নীতি রুখতে খর্গহস্ত হলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । শনিবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের আমতলায় ছিল পর্যালোচনা বৈঠক।সেই পর্যালোচনার বৈঠক থেকে এদিন তাঁর সাংসদ এলাকার ৭০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাশ করেন এবং ৭৫ কোটি টাকার রাস্তার উদ্বোধন করেন অভিষেক। তাঁর সাংসদ এলাকার বিভিন্ন সরকারি প্রকল্প যেমন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে টানা বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে।
সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন একটি হোয়াটস অ্যাপ চ্যানেল খোলা হয়েছে যার নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭। এই ‘হোয়াটস অ্যাপ’ নম্বরে চাইলে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। অভিষেক আরো জানান, কেউ ভয় দেখালে বা টাকা চাইলে, সেটার ভিডিও করে হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়ে দিন।
সেই ভিডিও পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা সেটি তদন্ত করে দেখবে। তাতে যদি সত্যতা থাকে,তাহলে তৎক্ষনাৎ কড়া ব্যাবস্থা নেবে পুলিশ। পাশাপাশি ভিডিও প্রেরককে পুরুষ্কৃত করা হবে। এই ক্ষেত্রে প্রেরক যদি চান, তাঁর পরিচয় গোপন রাখতে তাহলে তার পরিচয় গোপন থাকবে। অভিযোগকারীর নিরাপত্তার দায়িত্বও নেবে পুলিশ।