দেগঙ্গায় রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের ৪ ঘণ্টা অবরোধ
দেগঙ্গার ভাসলিয়া কলোনি মোড়ে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা চার ঘণ্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে, বর্ষাকালে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়ে, এবং একাধিক দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা শোচনীয় হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামেন।
বিক্ষোভকারীরা রাস্তার সংস্কারের জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় বাঁশ বেঁধে এবং পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর, দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক পরামাণিক ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। তিনি রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের কাছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
কৌশিক পরামাণিক বলেন, “এত বড় রাস্তা সংস্কারের কাজ আমার দফতরের আওতাধীন নয়, তবে রাস্তার কিছু অংশের মেরামত করা হবে। পুরো রাস্তা সংস্কারের জন্য আমি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলব।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, দেগঙ্গা থেকে ভাসলিয়া স্টেশন হয়ে হাড়োয়া যাওয়ার প্রায় ৯ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তারা বলেন, “রাস্তায় পিচ ও পাথর ওঠে যাওয়ার কারণে দুর্ঘটনা বেড়েছে এবং বর্ষার সময়ে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।”
এদিনের বিক্ষোভের কারণে বেড়াচাঁপা থেকে হাড়োয়া পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি ছিল যে, অবরোধ তোলার আগে, প্রশাসনের ঊর্ধ্বতন কোনো আধিকারিক ঘটনাস্থলে এসে বিষয়টির সমাধান করবেন। এরপরই যুগ্ম বিডিও কৌশিক পরামাণিক এসে তাদের শান্ত করেন এবং অবরোধ তুলে নেওয়া হয়।
গ্রামবাসীরা এখন রাস্তা মেরামত শীঘ্র শুরু করার দাবি জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ, অথচ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, এবং আমরা সঠিক পদক্ষেপের জন্য প্রশাসনকে আরও একবার অনুরোধ করছি।
+ There are no comments
Add yours