বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সেন প্রধানের নির্দেশের পরই আজ, সোমবার দুপুরে হেলিকপ্টারে বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী সেখ হাসিনা। সূত্রের খবর, দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেনা প্রধান তাঁকে সেই সুযোগও দেয়নি। জানা গিয়েছে সঙ্গে তাঁর বোন রেহানও রয়েছেন।
ভারতের উদ্দেশে রওনা দিয়ে ত্রিপুরার আগরতলার এসে পৌঁছন সেখ হাসিনা। ভারতে পৌঁছতেই সেখ হাসিনার দায়িত্ব নেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের। বাংলাদেশের রাজপথ কার্যত আন্দলোনকারীদের দখলে চলে গিয়েছে। ঢাকার রাস্তায় তান্ডবে আঁচ পড়েছে বঙ্গবন্ধুর মূর্তিতে। বিক্ষোভকারীরা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি।
সংরক্ষণ আন্দোলনে নিহতদের প্রতি সুবিচার চেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতেই বিক্ষোভে পথে নেমেছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। রবিবারই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামি লিগ ও সেনার সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
এদিন দুপুর ৩টার নাগাদ সংবাদমাধ্যমে এসে বাংলাদেশী সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকর-উজ-জামান, আন্দোলনকারী ছাত্রদের তিনি শান্ত হওয়ার আহ্ববান জানান। তবে কাদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি তিনি।