News Desk : দলের অন্দরে এই দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন শুনেই তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ‘দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই। ছিল। থাকবে।’ এদিন হুগলির উত্তরপাড়ায় এক কর্মসূচিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক ঘটনা পরম্পরার নিরিখে তৃণমূলের অন্যতম প্রবীণ নেতার এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এরপরই মমতার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক শোভনদেববাবু বললেন, “সব সময় মনে রাখতে হবে, দ্বন্দ্বের পরেই আবার প্রীতি সম্পর্ক হয়। দ্বন্দ্ব সব জায়গাতেই আছে।
পৃথিবীর সব দলেই দ্বন্দ্ব থাকবে। দু’জন মানুষকে দেখতে এক হয় না, সুতরাং দ্বন্দ্ব থাকবেই। কিন্তু এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিন বার জিতেছেন। শেষ বার চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। এ বছর আমাদের টার্গেট পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শূন্যে নামিয়ে আনা।”