নদীর জল বাড়তেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন! ভারী বর্ষণে বন্যা কবলিত গ্রামের পর গ্রাম

পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বালুরঘাটে শহরের আত্রেয়ী কলোনি সহ বেশ কিছু এলাকায় নদীর জল উপচে পড়তেই জলমগ্ন হয়ে পড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দারা। ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় ফ্লাড সেন্টারে।একদিকে আত্রেয়ী নদী, আবার অন্যদিকে ডাঙ্গা খারি সংযোগস্থলে বালুরঘাটে আত্রেয়ী কলোনি গড়ে উঠেছে। এখানে প্রায় ১০০টি পরিবার বসবাস করে। প্রতি বছরই নদীর জল বাড়লে তা খাড়ি দিয়ে ঢুকে যায় এবং খারির জল জমে প্লাবিত করে এই কলনি এলাকা। কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিবছর বর্ষার সময় আত্রেয়ী কলোনিতে জল ঢোকে এবং বেশিরভাগ পরিবারকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় নিরাপদ আশ্রয়ে। এই সমস্যার সমাধানে আশ্বাস মিলেছে বারবার কিন্তু কখনোই কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। কলোনির বাসিন্দাদের দাবি, খাড়ি বরাবর একটি বাঁধ তৈরি করে দিলে এই সমস্যার সমাধান হতে পারে। প্রবল বর্ষণের কারণে ইসের পর বিষের জমি জলের তলায় চলে গেছে মাথায় হাত তাদের এত ফসল নষ্ট হয়ে যায় যথেষ্ট চিন্তার মুখে পড়েছে চাষিরা। দক্ষিণ দিনাজপুরের তপনের বহু গ্রাম প্লাবিত। পুনর্ভবা, টাঙ্গন আত্রেয়ির জলে বাড়ছে এই বিপদ। তবে বাড়িঘর ভেঙ্গে ক্ষতিগ্রস্ত কিছু হয়নি তবে বর্তমানে অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে। প্রশাসনকে ব্যাপারে জানানো হলে প্রশাসন এ ব্যাপারে তৎপর রয়েছে তা জানাই। অঞ্জলি যে জায়গায় একটি বাল্মারামতের কাজ চলছিল সেটাও ইতিমধ্যে শেষ হয়ে এসেছে। তবে বর্তমানে প্রশাসন বন্যা পরিস্থিতি নিয়ে যথেষ্ট তৎপর রয়েছেন তাও জানিয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author