নিজাম কিন্তু বানাননি, ১৯০৭ সালে নির্মিত ঐ নিজাম প্যালেস তৈরি করেছিলেন “গলস্টন” নামে একজন আর্মেনিয়ান ভদ্রলোক, যিনি আবার ব্যবসা করতেন রেসের ঘোড়ার। এতে ভদ্রলোক ভালোই পয়সাকড়ি করে ছিলেন! গলস্টন বিলেত থেকে আনতেন বাছাই-করা অনেক ঘোড়া। জমজমাট ছিল তার ব্যাবসা। কলকাতার রেস ও গলস্টন -এই দুটি নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গিয়েছিল কিন্তু রেসের মাঠে যে সৌভাগ‍্যলক্ষীকে পাওয়া যায় তার সঙ্গে বিচ্ছেদই বোধদয় নিয়তিনিদিষ্ট । গলস্টন তাই হারিয়ে গেছেন বিস্মৃতির অন্ধকারে। তাঁর বাড়িটি কিনে নেন নিজাম। সেই থেকে নিজাম প্যালেস। এই নাম টুকু ছাড়া নিজামের কোনও ম্মৃতিই আর বাড়িতে নেই । হায়দ্রাবাদের কোন নিজাম বাড়িটি কিনেছিলেন তাও আজ অনেক নথিপত্রের আড়ালে চাপা পড়ে গেছে । বরং গলস্টনের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি সুন্দর কিছু মনোগ্ৰাম এখনও জানালার কাচে দেখা যাবে । জানালায় এখনো পাওয়া যাবে সুন্দর কয়েকটি ‘স্টোনড গ্লাস’-নিদর্শন।সেই থেকেই প্রষিদ্ধ এই নিজাম প্যালেস

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author