নিজের বাড়িতেই জখম অর্জুন সিং, লাগাতার চলল বোমা-গুলি!
শুক্রবার সকালে নিজের বাড়িতেই হামলার শিকার হলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এদিন সকালে তাঁর ভাটপাড়ার বাড়িতে ইট, বোমা ও গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অর্জুনের বাড়ি সংলগ্ন জগদ্দলের মেঘনা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নিজে জানিয়েছেন, বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে তাঁর পায়ে। ঠিক কী হয়েছিল?
প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, তাঁর বাড়ি ‘মজদুর ভবন’ লক্ষ্য করে শুক্রবার সকালে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। তিনি দাবি করে বলেছেন, প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চলেছে। এমনকি ২০ থেকে ২৫ টি বোমা পড়েছে ও তাঁর বাড়ি লক্ষ্য করে ইটও ছোঁড়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সেইসঙ্গে তাঁর অভিযোগ বোমাগুলি মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়। প্রাক্তন সাংসদ আরও জানিয়েছেন, “আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্ল্পিন্টার লেগেছে।” অর্জুন সিং তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীদের হামলার ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে সমাজমাধ্যমে তুলে ধরেছেন।
তবে তাঁর বাড়ি লক্ষ্য করে তাঁর ওপর এমন হামলার ঘটনায় তিনি দায়ী করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে। তিনি জানিয়েছেন, সেই তৃণমূল বিধায়কের মদতেই তাঁর বাড়ির সামনে ১৫-২০ জন মিলে হামলা চালিয়েছে। যদিও অর্জুন সিং-এর তোলা এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন সোমনাথ শ্যাম। তিনি জানিয়েছেন, অর্জুন চেষ্টা করছে ব্যারাকপুরকে অশান্ত করে তুলতে।
সেইসঙ্গে অর্জুন সিং নিজের বোমায় নিজে জখম হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন সেই তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, প্রাক্তন সাংসদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও তুলেছেন সোমনাথ শ্যাম। প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগেও ২০২১ সালে অর্জুনের বাড়ি ‘মজদুর ভবন’-এ হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেবার সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। এবার ফের আরও একবার প্রাক্তন সাংসদের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালাল।