নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় কুন্তলকে জামিন সুপ্রিম কোর্টের
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে ৷ তৃণমূল যুবর প্রাক্তন এই নেতার বিরুদ্ধে প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ৷ যে অভিযোগে প্রায় 19 মাস আগে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল ৷ এবার সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল । এর আগে ইডি-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আর এবার সিবিআই-এর মামলাতেও জামিন পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল।
২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যে নিয়োগ মামলায় অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল।
+ There are no comments
Add yours