নৈহাটিতে পোস্টার ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী
সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। কেন্দ্রীয় বাহিনী-সহ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রথম শুরু হয় পোস্টার ব্যালট গণনা ৷ নৈহাটিতে পোস্টার ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল ৷ এখানে ঘাসফুলের প্রার্থী সনৎ দে ৷ নৈহাটিতে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী 4 হাজার 722 ভোটে এগিয়ে
+ There are no comments
Add yours