নৌকা বিহারে গিয়ে রহস্যজনক মৃত্যু ছাত্রের! খুনের অভিযোগ পরিবারের
সঙ্গে পুকুরে নৌকা বিহারে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ছাত্রের।মৃতের নাম মৌসম বাঙাল(১৮) বাড়ি গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হেড়িয়াদহ গ্রামে। শিয়াখালা বেনিমাধব স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের তরফ থেকে খুন করার অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বুধবার সকালে। মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, মৌসমকে ওই দিন ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু। পরে স্থানীয় পদ্ম পুকুরে ডিঙি নৌকা চেপে ঘোরে। বেলা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় ফোন করে পাওয়া যায়নি। ফোন বন্ধ ছিল ছাত্রের। এরপর ওর এক বন্ধুকে জিজ্ঞাসবাদ করে জানতে পারা যায় সবুজ দ্বীপে ঘুরতে গিয়েছিল তারা। পুরো ঘটনা চন্ডীতলা থানার পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ স্থানীয় ওই জলাশয় থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের পরিবারের তরফে জানানো হয়েছে,চার মাস আগে মৌসমের একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়। মোবাইল চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
চন্ডীতলা খরসরাই এর বাসিন্দা প্রবীর সাউয়ের সঙ্গে সম্প্রতি ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় মৌসমের। তারপরেই এই ঘটনা ঘটেছে। পরিবার চন্ডীতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। এই মৃত্যুর পিছনে কি রহস্য আছে তা পুলিশ খতিয়ে দেখছে পুলিশ। প্রবীরের বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছে থানায়। অভিযুক্ত তিনজনের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ এদিন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।
+ There are no comments
Add yours