পত্রলেখাকে বলেছিলাম সিঁদুর পরিয়ে দাও’ বিয়ের নিয়ম ভাঙ্গা নিয়ে কি বললেন রাজকুমার?
২০২১ সালে সাতপাকে বাঁধা পড়ার আগে ৭ বছর একে অপরকে ডেট করেছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। স্বামী স্ত্রী হওয়ার আগে যে তাঁরা খুব ভালো বন্ধু ছিলেন, তা বলাই বাহুল্য। বিয়ের পিঁড়িতে বসে নবদম্পতি একে অপরকে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর, যা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল। কিন্তু কেন এই পদক্ষেপ নিয়েছিলেন তাঁরা ?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ‘ওই মুহূর্তটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। আমার মনে হয়েছিল, কেন শুধুমাত্র ও আমার জন্য সিঁদুর, মঙ্গলসূত্র এবং চূড়া পরবে? আমি কেন শুধুমাত্র একটা আংটি পরে থাকব ওর জন্য? এই কথা মাথায় আসার পরেই আমি ওকে বলি, আমাকে তুমিও সিঁদুর লাগিয়ে দাও।’
রাজকুমারের কথায়, ‘আমার মুখে এই কথাটা শোনার পর ও ভীষণ অবাক হয়ে যায় এবং আনন্দ পায়। ওই মুহূর্তের কথা পরে জানাজানি হয় এবং অনেক লেখালেখি হয় এই ব্যাপারটি নিয়ে কিন্তু তখন আমার সত্যি মনে হয়নি এটি নিয়ম ভাঙার মতো কোনও কাজ। আমার শুধু মনে হয়েছিল, আমরা দুজনেই সমান। তবে আমি খুশি যে এটা অনেকের ভালো লেগেছিল।’
রাজকুমার আরও বলেন, ‘শুধু সিঁদুর পরানো নয়, আমরা যখন সাত পাকে ঘুরছিলাম, তখন পন্ডিতজির থেকে মন্ত্রের মানেও জেনে নিয়েছিলাম। আমরা এমন কোনও বচনে আবদ্ধ হতে চাইনি যা পরে আমরা মানতে পারবো না। যেমন ধরুন, একটি মন্ত্রে বলা হয়েছিল যে পত্রলেখা আমার ওপর কোনওদিন রাগ করতে পারবে না, আমার মনে হয়েছিল এই কথাটির আদৌ কোনও মানে নেই।