পথশ্রী প্রকল্পের কাজের মান নিয়ে বিবাদে উত্তপ্ত মালদা। মালদার রতুয়ার বিডিও অফিস ঘিরে ব্যাপক বিক্ষোভ
পথশ্রী প্রকল্পের কাজের মান নিয়ে মালদার রতুয়ায় বিডিওর সঙ্গে পঞ্চায়েত সমিতির তুমুল বিবাদ।
প্রচুর পরিমাণ টাকা নিয়ে খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি করায় বিডিও অফিস ঘিরে ধন্ধুমার পরিস্থিতি রতুয়ায়। মালদহের রতুয়া-১ বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সদস্যদের। পঞ্চায়েত সমিতি ভবন সংস্কার কাজ বন্ধ করে দিলেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যরাই। শাসকদলের পঞ্চায়েত সমিতির সদস্যদের হাতে ‘হেনস্থা’ বিডিও-র নিযুক্ত ঠিকাদাররা। কাটমানি না দেওয়াতেই বিবাদ, দাবি ভারপ্রাপ্ত ঠিকাদারদের। পরিস্থিতি সামলাতে পুলিশকেই নামতে হয়। পঞ্চায়েত ভবন সংস্কার থেকে একাধিক সরকারি প্রকল্পের কাজ যেমন পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি। আর এখানে এই একাধিক সরকারি প্রকল্পের কাজ বিপুল পরিমাণে অর্থ নিয়ে খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি করায় ক্ষোভে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। একটা বর্ষা পেরোতে না পেরেতে রাস্তার বেহাল দশা হয়ে যায়। এই নিয়ে বিশাল ভোগান্তির শিকার হতে হয় ওইখানের বাসিন্দাদের। পুরো টাকা টাই হাতিয়ে নেওয়া হয়বলে অভিযোগ।এই কাটমানির দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে সমিতির সদস্যরা। এই নিয়ে লিখিত অভিযোগও করা হয় পঞ্চায়েত সমিতির তরফ থেকে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
+ There are no comments
Add yours