পরিচালক অয়ন সেনগুপ্ত ও স্ত্রী এখন মাংসের ঘুগনি ও চিকেন পকোড়ার স্টলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
দুই বছরেরও বেশি সময় ধরে কাজহীন অয়ন সেনগুপ্ত ও তাঁর স্ত্রী, অভিনেত্রী, খাবারের দোকান খুলেছেন অন্ন সংস্থানের জন্য। কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তাঁদের অস্থায়ী স্টল, যেখানে মাটন কিমা ঘুগনি, চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এবং লোটে ফ্রাই বিক্রি করছেন তাঁরা। সম্প্রতি তাঁদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অয়ন, যিনি বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিক পরিচালনা করেছেন, তাঁর স্ত্রী বর্তমানে ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে অভিনয় করছেন
+ There are no comments
Add yours