পিকনিকের মাঝে ভয়ংকর কাণ্ড: মগরাহাটে ব্যবসায়ীর উপর হামলা

মগরাহাটের শ্যামনগর এলাকায় রবিবার রাতে ঘটে ভয়াবহ একটি ঘটনা। পিকনিকের আনন্দে মত্ত থাকা লোকজন হঠাৎই একটি চমকপ্রদ দৃশ্যের সাক্ষী হয়। শরীর জুড়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি চিৎকার করে ছুটে আসেন, সাহায্যের জন্য। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম হাসিবুল মোল্লা, যিনি মাংস বিক্রেতা। হাসিবুলের গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে, যার ফলে তিনি ঘটনার পূর্ণ বিবরণ দিতে সক্ষম হননি। প্রাথমিকভাবে এটি খুনের চেষ্টা বলেই ধারণা করছে পুলিশ।

ঘটনাটি নিয়ে মগরাহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তার হয়নি। এই ভয়াবহ হামলা সম্পর্কে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে তৎপর রয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author