পুষ্পা ২: দ্য রুল’-এর ৩ডি ভার্সন মুক্তি স্থগিত
বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা ২: দ্য রুল মুক্তির দিন কাছাকাছি আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা তীব্র হচ্ছে। তবে ছবির ৩ডি ভার্সন চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে না। নির্মাতারা জানিয়েছেন, ছবির ৩ডি ভার্সন এখনও প্রস্তুত হয়নি এবং তাই এটি মুক্তি পাবে আগামী ১৩ ডিসেম্বর। তবে ২ডি, IMAX 2D ভার্সন এবং বিভিন্ন ভাষায় ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে। ছবির ৩ডি ভার্সনের শো বাতিল হওয়ায় মাল্টিপ্লেক্সে ৩ডি শোয়ের টিকিটের দাম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুষ্পা ২: দ্য রুল ছবিতে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
+ There are no comments
Add yours