প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। বেঙ্গালুরুতে হারের জেরে এক ধাক্কায় রাহুলসহ তিন খেলোয়াড় কে বাদ দিল টিম ইন্ডিয়া
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বড়সড় পরিবর্তন। প্রথম একাদশে নাম নেই মোহাম্মদ সিরাজ,কে এল রাহুল ও কুলদীপ যাদব। তাদের জায়গায় অন্তর্ভুক্তি ঘটেছে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপের।
উল্লেখ্য বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে থেমে গিয়েছিল ভারত। ফলে পুণেতে দ্বিতীয় টেস্টে জেতার জন্য মরিয়া রোহিতরা। তার জন্য দলে তিনটি বদল করা হয়েছে। আগের টেস্টের টেল এন্ডারদের ব্যর্থতার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। অন্যদিকে পেশিতের টান পড়ায় দল থেকে বাদ পড়েন ম্যাট হেনরি। কিউই দলে ম্যাড হেনরি এর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্পিনার মিচেল সান্টনারকে।
১৬ অক্টোবর বেঙ্গালুরুতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কিউই দের কাছে ৪ উইকেটে হেরেছিল ভারত। তাতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। বর্তমানে নিউজিল্যান্ড দল পুনের মাঠে প্রথম টেস্ট খেলছে। টসে জিতে নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পুনেতে।
নিউজিল্যান্ডের প্রথম একাদশে রয়েছেন- টম ল্যাথাম (অধিনায়ক ), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন,রবীন্দ্র, ডেরিল মিচেল, টম ব্লান্ডেল ( উইকেট রক্ষক ), গ্লেন ফিলিপস, টিম সাউদি, মিচেল সেন্টনার,আজাজ প্যাটেল, উইলিয়াম ও রউরকে।
ভারতের প্রথম একাদশে রয়েছেন- যশস্বী জয়সওয়াল রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্থ ( উইকেট রক্ষক ), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রীত বুমরাহ।
+ There are no comments
Add yours