বাংলাদেশে চাপ বাড়ছিল ক্রমশই। প্রবল বিক্ষোভের মুখে এবার পদত্যাগ করলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ‘হাসিনা-ঘনিষ্ঠ’ হিসেবে তিনি পরিচিত ছিলেন বলে খবর। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ শনিবার স্থানীয় সময় দুপুর আ়ড়াইটে নাগাদ পদত্যাগ করেন ওবায়দুল হাসান।
পদ্মপারে এখন সেনা শাসনের অধীন। শেখ হাসিনার দেশত্যাগের পর, নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গিয়েছে বাংলাদেশ। ঘড়িতে তখন প্রায় পৌনে বারোটা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবি পথে নামেন আন্দোলনকারীরা। ঢাকায় সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের বর্ধিত ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের কারও কারও হাতে জাতীয় পতাকা। প্রধান বিচারপতি পদত্যাগ না করার পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল। কিন্তু সকালেই সেই সভা হঠাত্‍-ই বাতিল করে দেওয়া হয়। সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে ফুল কোর্ট সভা বাতিলের বিষয়টি জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঁইয়া। তবে কী কারণে এই সিদ্ধান্ত? পোস্টে অবশ্যই তা উল্লেখ করেননি তিনি।
এদিকে যেদিন পদত্যাগ করলেন ওবায়দুল হাসান, সেদিনই বাংলাদেশের সুপ্রিম কোর্টে নয়া বিচারপতিও নাম ঘোষণা করা হল। সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। এর আগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক জন বিচারপতি ছিলেন ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author