প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রাক্তন হরিয়ানা মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা শুক্রবার গুরুগ্রামে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৯ বছর। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) নেতা ছিলেন এবং হরিয়ানার জাঠ রাজনীতিকে জাতীয় স্তরে প্রতিষ্ঠা করার জন্য পরিচিত। ওমপ্রকাশ চৌটালার জন্ম ১৯৩৫ সালের জানুয়ারি মাসে। তিনি এক রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন, তাঁর বাবা ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবীলাল। পিতার মৃত্যুর পর তিনি হরিয়ানার জাঠ রাজনীতিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যান এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদান ছিল অমূল্য। ওমপ্রকাশ চৌটালার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার প্রয়াণে আমি শোকস্তব্ধ। চৌধুরী দেবীলালের যোগ্য পুত্র হিসেবে তিনি রাজ্য রাজনীতিতে দীর্ঘ বছর সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণের শোকাতুর পরিবারের প্রতি আমার সমবেদনা।” হরিয়ানার রাজনীতিতে ওমপ্রকাশ চৌটালার উত্থান ছিল নজরকাড়া। তিনি ৭ বার বিধায়ক নির্বাচিত হন এবং ৫ বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইএনএলডি দলের নেতৃত্ব দেন এবং একসময় এনডিএ’র সহযোগী ছিলেন। পরে তৃতীয় ফ্রন্টে যোগ দেন এবং ২০০৯ সালে সকল জোট ত্যাগ করেন। ১৯৮৭ সালে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯০ পর্যন্ত সেই পদে ছিলেন। তবে তাঁর জীবন বিতর্কের সঙ্গে জড়িত ছিল। ২০০৮ সালে ৩,২১৬ জনকে জুনিয়র বেসিক শিক্ষক পদে নিয়োগের ঘটনায় তিনি অভিযুক্ত হন। সিবিআই তদন্তের পর ২০১৩ সালে দিল্লি আদালত তাঁকে ও তাঁর পুত্র অজয় সিং চৌটালাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। শীর্ষ আদালতেও এই শাস্তি বহাল থাকে। তবে ২০১৭ সালে তিহাড় জেলে থাকাকালীন দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসে সসম্মানে উত্তীর্ণ হন তিনি। তাঁর বয়স ও স্বাস্থ্যজনিত কারণে শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে মুক্তি দেওয়া হয়। ওমপ্রকাশ চৌটালার প্রয়াণে হরিয়ানা রাজনীতিতে একটি বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে, যা পূর্ণ করা কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours