প্রয়াত হলেন অভিনেতা বাসুদেব চক্রবর্তী
বাংলা টেলিভিশনের জনপ্রিয় চরিত্রাভিনেতা বাসুদেব চক্রবর্তী আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, ১৬ ডিসেম্বর ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিনেতার মৃত্যু সংবাদ জানানো হয়। তাঁকে ‘মোহর’, ‘এক্কা দোক্কা’, ‘মিঠিঝোরা’ সহ বিভিন্ন ধারাবাহিকে পুরোহিতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। যদিও তিনি কখনোই ব্যাপক পরিচিতি লাভ করেননি, তবে বাংলা ধারাবাহিকের বিয়েতে তাঁর উপস্থিতি এক অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। তাঁর পুত্র অতনু চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ পোস্ট করে লেখেন, “বাবা বলে ডাকলে আর কেউ সাড়া দেবে না।” অভিনেতাকে হারিয়ে শোকে মূহ্যমান টলিপাড়া
+ There are no comments
Add yours