গল্পের বইয়ের পাতায় পড়েছেন সোনার ডিমের কথা কেউ চোখে দেখেনি, সত্যি ঘটনা হোলো প্রশান্ত মহাসাগরের তলায় এবার সোনার ডিম দেখতে পেলেন বিজ্ঞানীরা। যা দেখে তাঁরাও নাকি হতবাক।
আলাস্কার কাছে প্রশান্ত মহাসাগরের প্রায় ২ মাইল নিচে একটি ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির ওপর গবেষণার কাজ চলছিল। সেই গবেষণা চলাকালীন সমুদ্রের তলদেশে নামতে হয়েছিল বিজ্ঞানীদের। তখনই একটা কোনায় সোনার বলের মত একটি বস্তু পড়ে থাকতে দেখেন বিজ্ঞানীরা।
যা দেখার পর দ্রুত সেখানে পৌঁছন তাঁরা। দেখেন হুবহু একটি সোনার বল। যা দেখে প্রাথমিকভাবে তাঁদের একটি ডিম বলেই মনে হয়েছে। তবে কিসের ডিম, কোথা থেকে এল, এমন ডিম হয় কিনা তার কোনও কিনারা বিজ্ঞানীরা করে উঠতে পারেননি।
এমন সোনার মত উজ্জ্বল ঝলমলে ডিমের মত গোলক বিজ্ঞানীদেরও মাথা গুলিয়ে দিয়েছে। ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এই বিরলতম খোঁজ পেয়েছে।
গোলকটি ৪ ইঞ্চি ব্যাসের। গোলকের নিচের দিকের একটি অংশ ফাটা। তবে এটা কোনও প্রাণির ডিমই কিনা তা নিশ্চিত হতে সেটিকে জল থেকে তুলে আনার ব্যবস্থা করছেন বিজ্ঞানীরা।