প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরায় বন্য পরিস্থিতি ভয়াবহ। একাধিক অঞ্চল জলমগ্ন ইতিমধ্যেই মৃতের সংখ্যা দশ পেরিয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রাণশিবির পরিদর্শনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। বিশেষ বিমানে আগরতলায় আরও এনডিআরএফ কর্মীকেও পাঠানো হয়েছে। গত দুই দিন ধরে ভারী বৃষ্টির পরে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির অবনতি দেখা যায়, বুধ ও বৃহস্পতিবারে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে মুখ্যমন্ত্রী গণরাজ চৌমুহনিতে নিজের বাড়িতেই আটকা পড়েছিলেন। তারপর তিনি নৌকায় সচিবালয়ে যান।এমনটি দেখা যাচ্ছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.