প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন*
বুধবার সুপ্রিম কোর্টে চরম ধাক্কা খাওয়ার পর, আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় *ভার্চুয়াল শুনানিতে* হাজির হন প্রাক্তন শিক্ষামন্ত্রী *পার্থ চট্টোপাধ্যায়*। জামিনের আবেদন শুনানির শুরুতেই তাঁর কাছ থেকে এক কাতর আবেদন শোনা যায়।
*পার্থ চট্টোপাধ্যায়* আদালতের উদ্দেশ্যে জানান, “আমি কিছু করিনি। বোর্ড করেছে… আমাকে বাঁচান…”। তিনি আরও বলেন, “আমি জামিন চাই, আমি কিছুই করিনি। যা করেছে বোর্ড করেছে।” আদালতে পার্থের আইনজীবী বলেন, মন্ত্রী হিসেবে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এবং নিয়োগের বিষয়টি পুরোপুরি দেখেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁর (পার্থের) বয়স ৭৩ বছর, তিনি অসুস্থ এবং শর্তসাপেক্ষে জামিন দেওয়া হোক।
তবে *সিবিআই* আদালতে জানিয়েছে, “১৫২ জন যোগ্য চাকরি প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি এবং ৭৫২ জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা তৈরি হয়েছিল, যার মধ্যে ৩১০ জনের চাকরি নিশ্চিত করা হয়েছিল। এই তালিকা পাঠিয়েছিলেন তদানীন্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।” সিবিআই আরও জানিয়েছে, “এখনও তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে এবং জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে।”
পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে একাধিক বার কাতর ভাবে জামিনের আবেদন জানান, বলেন, “ট্রায়াল শুরু হচ্ছে না, কত দিন আটকে থাকব?
+ There are no comments
Add yours