ফের আরো একবার বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী কে
পুজোর ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বাংলা ছবির পোস্টার। দু’মাসের ব্যবধানে আরও একবার বড় পর্দায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ইঙ্গিত। বছরশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। কালীপুজোর দিনই নির্মাতারা ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন।একই সঙ্গে জানিয়েছেন, ছবিটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে।
বৃহস্পতিবার ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে মিঠুন ছাড়াও দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বাবা-ছেলের সম্পর্কের টানাপড়েন এই ছবির অন্যতম আকর্ষণ। ছবিতে বাবার চরিত্রে রয়েছেন মিঠুন এবং ছেলে ঋত্বিক। ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, আইনি লড়াই ছবির অন্যতম আকর্ষণ। যদিও নির্মাতারা এই প্রসঙ্গে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করতে নারাজ। এ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অহনা দত্ত প্রমুখ।