ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ, অখিল গিরির সরব দাবি
তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে আবার। বনকর্মীরা নির্মাণকারীদের বাধা দিতে গিয়েছিলেন, এই ঘটনার প্রতিবাদ করেছেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তার অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে, সেই এলাকা বন দফতরের আওতাধীন নয়।
আগস্ট মাসে তাজপুরের বেআইনি নির্মাণ নিয়ে বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অখিল গিরি, যার ফলে তাকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হয়।
এদিকে, মন্দারমণির সমুদ্র সৈকতে বেআইনি হোটেল-লজ নির্মাণের অভিযোগে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্যের নির্দেশে, রামনগর ২ ব্লকের উন্নয়ন আধিকারিক প্রীতম সাহা সম্প্রতি মন্দারমণিতে বেআইনি হোটেল-লজ চিহ্নিতকরণের জন্য নোটিস পাঠিয়েছেন। এছাড়া, হোটেল-লজ নির্মাণের প্রমাণপত্র নিয়ে ব্লক প্রশাসন দফতরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই মাসের প্রথম সপ্তাহে।
+ There are no comments
Add yours