ফের বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে ফেললেন দলকে, মাথানত সাংসদ এর
#KanganaRanaut#BJP#ControversialComments#FarmLaws#PoliticalTension#AgriculturalReform#EmergencyFilm#FarmersProtest#PartyEmbarrassment#PublicStatements#JPNadda#asianews#asianewslive
সাংসদ হওয়ার পর একের পর এক বিতর্কে এবার নিজের দল বিজেপিকেও বিড়ম্বনাতে ফেলছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর হরিয়ানা নির্বাচনের প্রাক্কালে কৃষি আইন নিয়ে মুখ খোলায় দল তাঁর বক্তব্যের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে।সম্প্রতি তিনটি কৃষি আইন ফিরিয়ে আনার দাবি করেছেন কঙ্গনা। আর কঙ্গনার এহেন দাবি ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। এই আবহে দলের তরফ থেকে বলা হয়েছে, বিজেপির হয়ে এই ধরনের মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই কঙ্গনার। পরে চাপের মুখে একটি ভিডিয়ো বার্তায় কৃষি বিল নিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেন কঙ্গনা। বলেন, তিনি দলের অবস্থানের সঙ্গে সহমত।কয়েকদিন আগেই নিজের চলচ্চিত্র ‘ইমারজেন্সি’র প্রচারে গিয়ে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, ‘কৃষকদের ওই আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি ডেকে আনছিল।’ তিনি আরও দাবি করেছিলেন, কৃষকদের আন্দোলনস্থলে মৃতদেহ ঝুলছিল এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটছিল। সেই মন্তব্যের জেরে তাঁকে দলের ভর্ৎসনার শিকার হতে হয়েছিল। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কঙ্গনাকে ডেকে পাঠিয়েছিলেন এবং বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, কঙ্গনার মন্তব্য দল সমর্থন করে না। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তিন বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে আনার দাবি তুলে নতুন করে দলকে অস্বস্তিতে ফেললেন কঙ্গনা।