কাশ্মিরে রাজনৈতিক উত্তাপের মাঝেই মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার বারামুল্লা সহ আশপাশের জেলাগুলিতে কম্পন অনুভূত হয়।ব্যবধান মাত্র ৪৮ ঘণ্টার।সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথমবার কেঁপে ওঠে কাশ্মীরের বারামুল্লা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট বলছে, রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। এরপর ৬টা ৫২ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের মাত্রা ৪.৮। ভূস্বর্গ থেকে পাঁচ এবং ১০ কিলোমিটার গভীরে এই দু’টি কম্পন হয়েছে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপত্যকায়। সবেমাত্র কাশ্মীরে ঘোষণা হয়েছে নির্বাচন। রাজনৈতিক পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। এর মাঝে এই ভূমিকম্প তীব্র আতঙ্ক তৈরি করেছে।
রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচারে নেমে পড়েছে। চলছে ভোটের প্রস্তুতি। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকার জন্য প্রচুর মানুষ ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। যদিও ভূমিকম্পের কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।