ফের রক্তাক্ত ভূস্বর্গ।কাশ্মীরে চিকিৎসক সহ ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু,

রবিবারই কাশ্মীরে ফের বড়সড় জঙ্গি হামলা হয়েছে। গুলি করে একাধিক পরিযায়ী শ্রমিককে খুন করেছে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক খুন হয়েছে ভূ-স্বর্গে। আহত হয়েছেন আরও কয়েক জন। ওই ছয় পরিযায়ী শ্রমিককে গুলিতে ঝাঁজরা করে দেন জঙ্গিগোষ্ঠী।

কাশ্মীরে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই সুড়ঙ্গপথ তৈরি করছে কেন্দ্র। তুষারধস প্রবণ রাস্তার বিকল্প হিসাবে এই সুড়ঙ্গপথটি তৈরি করা হচ্ছে। প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে খবর, মৃতেরা ওই নির্মাণ প্রকল্পে শ্রমিকের কাজ করছিলেন। এলাকায় নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছেই তাঁদের উপর হামলা হয়েছে।রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার সোনমার্গে। কাশ্মীর উপত্যকার অন্যতম পর্যটন কেন্দ্র সোনমার্গ। সেখানেই শ্রমিকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। মৃতেরা কোন রাজ্যের বাসিন্দা বা তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

আগে গত ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের বড়সড় হামলা হল উপত্যকায়। এই মুহূর্তে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একাধিক দল রয়েছে। এলাকার আশপাশ ঘিরে ফেলেছেন জওয়ানরা। তল্লাশি অভিযান চলছে জঙ্গিদের ধরতে।

এদিকে এহেন হামলাকে ‘জঘন্য এবং কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সদ্য মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর কথায়, ”একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন শ্রমিকরা। নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

রবিবার রাত পর্যন্ত ২ জন পরিযায়ী শ্রমিকেরই মৃত্যুর খবর পাওয়া গেছিল। তবে রাত বাড়ার পর মৃতের সংখ্যা বাড়ে। অন্তত দু’জন জঙ্গি ওই শ্রমিক ক্যাম্পে গুলি চালিয়েছে বলে সেনা সূত্রে খবর।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author