চিকিৎসা করাতে এসে দুই রোগীকে ধর্ষণের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল উড়িশার এক সরকারি হাসপাতালে। ইকোকার্ডিয়োগ্রাম পরীক্ষার জন্য উড়িশার এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন দু’জন মহিলা। চিকিৎসার সুযোগ নিয়ে মহিলার সাথে যৌন নিগ্রহ করে হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের এক চিকিৎসক।
এই একই ঘটনা ঘটে আরও এক মহিলার সঙ্গে। সোমবার মঙ্গলবাগ থানায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুই মহিলা। অভিযোগের পরই দ্রুত পদক্ষেপ নেয় মঙ্গলবাগ থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযোগকারী ওই দুই মহিলাকে ইকোকার্ডিয়োগ্রাম পরীক্ষার করার দিন জানানো হয়েছিল শুক্রবার।
তবে অভিযুক্ত চিকিৎসক শুক্রবার দিন না এসে রবিবার আসতে বলেন। কারন অন্যান্য দিনের চাইতে রবিবার বেশিরভাগ চিকিৎসক ছুটিতে থাকেন। আর সেই সুযোগে ওই দুই মহিলার যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে।