ফের সাতসকালে হাতির হানা। কেশিয়াড়ির নেপুড় জঙ্গলে একসাথে ষাট টি হাতির দলের তান্ডব
ঝাড়গ্রামে আবারো হাতির তাণ্ডব। সাত সকালে কেশিয়াড়ি নেপুর জঙ্গলে ৬০ টি হাতির দলের হানা । হাতিগুলি গ্রামের পাশাপাশি রয়েছে এছাড়াও আরো অনেকগুলি হাতি জঙ্গলে রয়েছে। এর ফলে পার্শ্ববর্তী গ্রামগুলি প্রচুর আতঙ্কিত হয়ে রয়েছেন যে কোন মুহূর্তে গ্রামের মধ্যে হাতির দল ঢুকে যায় এবং তাদের ধান ক্ষেতে ফসল নষ্ট করে বাড়িঘর ভেঙে দেয়। ইতিমধ্যে বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তর এর কর্মীরা সে হাতিগুলোর উপর বিশেষ নজরদারি রেখেছে। হাতিগুলিকে সাঁকরাইল এর জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বন দফতরের কর্মীরা। এছাড়াও গ্রামের মানুষরাও সেই হাতিগুলোর উপর সতর্ক রয়েছে নজরদারি রেখেছে। তবে হাতি গুলিকে ফেরানোর চেষ্টা করলেও সে হাতিগুলো পুনরায় আবারও সে গ্রামের ভিতর চলে আসে তবে বনদপ্তর এর কর্মীরা সম্পূর্ণরূপে হাতির পুরো দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নজরদারিও রেখেছে সতর্ক রয়েছে এ বিষয়ে। এবং গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে
+ There are no comments
Add yours