ঝাড়গ্রামে হাতির তান্ডবে ভাঙলো বসতবাড়ি। লন্ডভন্ড সদ্য ধানের চারা জমি। অন্য দিকে বৃষ্টির মরসুম ,ত্রিপল টাঙিয়ে চলছে ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারের বসবাস। পরিবারের চোখে মুখে আতঙ্কের ছাপ। ঝাড়গ্রাম জুড়ে সন্ধ্যে নামলে শুধু হাতির আতঙ্ক। তাই সন্ধ্যা বেলায় মশাল নিয়ে বেরোতে হয় গ্রামের মানুষদের। বন দফতরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতিদিনের মতো গতকাল রাতেও ঝাড়গ্রাম জেলার সাকরাইল এর সিন্দাকুড়া সোনাকুঞ্জা এলাকায় প্রবেশ করে কুড়ি থেকে পঁচিশ টি হাতি । গ্রামে ঢুকে একাধিক বাড়ি ভাঙে, জমির ফসল নষ্ট করে। গত একসপ্তাহ ধরেই এই দাঁতাল হাতিদের তান্ডব চলছে। সদ্য ধানের চারা জমি ও নষ্ট করে ফেলে। তারপর স্থানীয় দের উদ্যোগে ঐ হাতি গুলি কে জঙ্গলে ফেরানো হয়। বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গেছে হাতির দলের দৈনন্দিন যাতায়াতের ফলে। বন দফতরকে জানিয়েও কোন ফল না পাওয়ায় তাদের উপর ক্ষোভ গ্রামবাসীদের।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author