ফের হামলা ইজরায়েলের, লেবাননের বেইরুট বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুটের বিমানবন্দর সংলগ্ন এলাকা। সংবাদ সংস্থা সূত্রে খবর, খানিকক্ষণ আগেও বেইরুট বিমানবন্দরে বিমান অবতরণ হয়েছিল। শুক্রবারের এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিমানবন্দরের আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শেষ বিমানটি বেইরুট বিমানবন্দরে (মিডল ইস্ট এয়ারলাইন্স ME429) দুবাই থেকে এসেছিল।যদিও বিস্ফোরণটি বিমানবন্দরের ভিতরে ঘটেনি, তবে বিমানবন্দরের ৬.৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে সিন এল ফিল থেকে দেখা যাচ্ছিল বলে খবর মিলেছে। বিমানবন্দরে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।জায়গা খালি করতে বেইরুটের একাধিক এলাকায় নোটিস ঝোলানো হয়েছে। সেখানে তীব্র শব্দে বিস্ফোরণও ঘটেছে বলে খবর। বেইরুটে বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। লেবাননের আকাশে ঘুরছে ইজরায়েলি ড্রোন। এর পাল্টা ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে হেজবোল্লা।
তবে ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে লেবাননে। শুক্রবার পর্যন্ত সেখানে ২ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৯ হাজার ৫৩৫ জন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author