বইয়ের পাতায় আকবর এর অধ্যায় বদল হলো রাজস্থানে।

#RajasthanTextbooks

#AkbarTheGreat

#EducationalChanges

#HistoryRevision

#RajasthanEducation

#MadanDilawar

#HistoricalFigures

#SchoolCurriculum

#IndianHistory

#TextbookUpdates

#RanaPratap

#shivajimaharaj#asianews.

আকবর দ্যা গ্রেট কথাটার সঙ্গে সকলেই পরিচিত। সবচেয়ে বেশি পরিচিত পড়ুয়ারা। এবার মরু রাজ্যের পড়ুয়ারা আর আকবরকে গ্রেট হিসাবে চিনবে না। তারা তা লিখতেও পারবেনা। বইয়ের পাতা থেকে সম্রাট আকবরের সামনে থেকে গ্রেট শব্দটা মুছে দিচ্ছে রাজস্থান সরকার।

এমনটাই জানিয়েছেন খোদ রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাবর। গত রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি সাফ জানিয়ে দিয়েছেন মোগল সম্রাট আকবর আর স্কুল পাঠ্য বইয়ে।

মদন এও বলেন, ছত্রপতি শিবাজি কিংবা মহারাণা প্রতাপকে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়নি পাঠ্যের পাতায় ।

শিবাজি, রাণা প্রতাপ বা এমন অনেক মহান যোদ্ধা বা রাজা শ্রেষ্ঠত্বের সম্মান পান না, অথচ পড়ার বইয়ের পাতায় আকবর দ্যা গ্রেট বলে অভিহিত হন। তা রাজস্থানের পাঠ্যবইতে যে আর থাকবে না তা পরিস্কার করে দিয়েছেন মদন।

ভামা শাহ সম্মান সমারোহ-তে যোগ দিয়ে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাবর আগামী দিনে রাজস্থানের পাঠ্য পুস্তকের পরিবর্তন কোথায় কোথায় হতে চলেছে তার একটা ইঙ্গিত দিয়েছেন।

যাঁর নামাঙ্কিত অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী সেই ভামা শাহ ছিলেন মহারাণা প্রতাপের খুব কাছের মানুষ। তাঁর আর্থিক সহায়তাকে কাজে লাগিয়েই রাণা প্রতাপ নিজের সৈন্যকে নতুন করে সংগঠিত করে তোলেন।

রানা প্রতাপের সেই কাহিনীই জায়গা করছে স্কুল পাঠ্য বইয়ে। রাজস্থান সরকারী স্কুলে এমনই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author