বঙ্গে শীতের আমেজ, কেমন থাকবে রাজ্যজুড়ে আবহাওয়া?
তাপমাত্রা নামতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে এখন শীতের আমেজ। আগামী আরও কয়েকদিন আবহাওয়া এরমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । উত্তুরে হাওয়ার জেরে সপ্তাহজুড়ে মনোরম পরিবেশ থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ছে না এখনই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের তাপমাত্রা আগের থেকে কমেছে। রয়েছে কুয়াশার দাপটও। উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে হিমালয় সংলগ্ন এলাকায়। তারপরের দুদিন রাতের তাপমাত্রায় হেরফের হবে না।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও কমবে তাপমাত্রা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। হাওয়া বদল হয়েছে কলকাতারও। আরও নেমেছে কলকাতার দিন ও রাতের পারদ। সবমিলিয়ে রাজ্যের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া।
+ There are no comments
Add yours