বড়মার নামে ফেরিঘাট,ভাটপাড়া ও নৈহাটিতে ওপিডি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার দিন নৈহাটির বড়মার কালী মন্দির পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বড় মা কালী কে পুজো দেওয়ার পাশাপাশি নৈহাটি ফেরিঘাট কে ‘বড়মার’ নামে নামকরণ করার কথা ঘোষণা করেন এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি খোলার কথা ঘোষণা করেন তিনি. বিজেপির হাত থেকে লোকসভা ভোটে ব্যারাকপুর ছিনিয়ে নিয়েছে ঘাসফুল. বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে নৈহাটিতে জয়লাভ করেছে তৃণমূল. জোড়া জয় রীতিমতো উজ্জীবিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঘাসফুল শিবির. একবার বড় মার মন্দিরে মা, মাটি, মানুষের নাম করে পূজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.
পুজো দিলেন শাড়ি দিয়ে সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মা। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর আগের স্মৃতি কথা শোনান তিনি। কিভাবে নিজের পার্টি অফিসে বসে নৈহাটি বাসিকে অভয় বাণী দিয়েছিলেন সে কথাও এ দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বড়মার মন্দির সংলগ্ন এলাকায় একটি হাইমক্স লাইট লাগানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফেরিঘাটের উন্নয়নের পাশাপাশি ওই এলাকায় নানা উন্নয়নের কথা বলেন তিনি। মঙ্গলবার দিন ঢালাই শাড়ি ফুল মালা মিষ্টি নিয়ে দুপুরে মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান এতদিন পর নৈহাটির বড়মার কাছে পুজো দিতে আসতে পেরে তার খুবই ভালো লাগছে তার আরো আগে আসার খুব ইচ্ছা ছিল। কিন্তু কাজের ও ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি।
এদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে অতীতে নৈহাটি এলাকার ভয়াবহ পরিস্থিতির কথা কিভাবে বাবা বলে অস্থির সময় তিনি নিজে পার্টি অফিস খুলে বসে এলাকাবাসীকে অভয় দিয়েছিলেন সেকথাও তিনি শোনান।মুখ্যমন্ত্রী বলেন তিনি সবসময় চান ব্যারাকপুর নৈহাটি ভাটপাড়া এলাকার শান্তি বজায় রাখতে। উপ নির্বাচনে জয়ের জন্য এলাকাবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি জানান নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে পার্থ ভৌমিকের সাংসদ তহবিলের টাকা দফায় দফায় দুটি ওপিডি তৈরি করা হবে।। যাতে ওই অঞ্চলের মানুষজনকে এক্সরে বা অন্যান্য পরীক্ষা করার জন্য অন্যত্র ছোটাছুটি করতে না হয়। বড়মার মন্দির এর কাছে একটি পুলিশ ফাঁড়িও তৈরি হবে। বড়মার মন্দির সংলগ্ন এলাকায় ফেরিঘাটের সংস্কার করা হবে। এবং এর নামকরণ বড়মার নামেই হবে এর জন্য সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
মন্দিরের সামনে দাঁড়িয়ে বড়মাকে নিয়ে মুখ্যমন্ত্রী একের পর এক পরিকল্পনার কথা ঘোষণা করতেই উৎসুক জনতা হাততালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানান।
+ There are no comments
Add yours