বদলেছে প্রায়োরিটি, জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কী?
কি বললেন শুভশ্রী*
সন্তান জন্মের পর একজন মায়ের জীবন ভীষণ ভাবে বদলে যায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তাঁকে বরাবরই বলতে শোনা গিয়েছে, ইউভানের জন্মের পর কতটা বদলেছে তাঁর জীবন। তারপর কোলে এসেছে দুই সন্তান। তারাই এখন প্রয়োরিটি অভিনেত্রীর কাছে। ২০২৩ এর শেষে তাঁর কোলজুড়ে এসেছে একরত্তি ইয়ালিনি। শুভশ্রীকেও দেখা গিয়েছে মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তও ভাগ করেন অনেক সময়। তবে ইউভানের জন্মের পর মা হওয়ার প্রথম অনুভূতি তিনি ভাগ করেছিলেন দিদি নম্বর ওয়ানে এসে। কী বলেছিলেন শুভশ্রী?
সন্তান জন্মের পর জীবনে অনেক পরিবর্তন এসেছিল অভিনেত্রীর। বললেন, এখন জীবনকে একেবারে অন্যভাবে দেখেন তিনি। শুভশ্রীর কথায়, ‘একটা নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব অনবদ্য একটা সময়। মেয়েদেরকেই একমাত্র ভগবান সেই শক্তি দিয়েছেন, যে আমরা একটা ম্যাজিক সৃষ্টি করতে পারি। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম সবসময় ভাবতাম, কেউ যদি আমায় কখনও জিজ্ঞেস করে লাইফের অ্যাচিভমেন্ট কী? আমি তাঁকে একটা কথাই বলব আমি একটা মানুষ সৃষ্টি করেছি। যে হয়তো অনেক কিছু অ্যাচিভ করবে।
+ There are no comments
Add yours