ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এরপর থেকেই কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে শুরু করে মালদার মহদিপুর সীমান্ত, বনগাঁর পেট্রাপল সীমান্তে বাড়ানো হল নজরদারি। সীমান্ত দিয়ে বাণিজ্যিক আদান-প্রদান বন্ধ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় টহলদারি বাড়িয়েছে সেনা। ভারত-বাংলাদেশ পণ্য পরিবহন বন্ধ হয়ে গিয়েছে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে। সীমান্ত এলাকাগুলিতে দুপুরের পর থেকেই সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের বাণিজ্যিক আদান-প্রদান হয়ে থাকে। হাই অ্যালার্ট জারি হওয়ার পর মালদা জেলার মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদান বন্ধ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপল সীমান্তেও বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে।

ইতিমধ্যেই সীমান্ত এলাকা ঘুরে দেখছেন বাংলাদেশে অশান্তির পরিবেশের কারণে পেট্রাপল সীমান্তে বিএসএফের ফোর্স বাড়ানো হচ্ছে। সীমান্তের অনেক আগে থেকেই সকলের যাতায়াত বন্ধ করা হয়েছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপলে বাড়তি সেনা মোতায়ন করা হয়েছে দুপুরের পর থেকেই। সীমান্তে চলছে কড়া নজরদারি। বন্ধ আন্তর্জাতিক এই স্থল বন্দরের আমদানি -রপ্তানি বাণিজ্য পরিষেবা। সীমান্ত এলাকা জুড়ে চলছে সেনাবাহিনীর টহল।

এদিকে, সোমবার বিকেল ৩.২০ মিনিট নাগাদ বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানির কাজ বন্ধ করে দেওয়া হয় মালদা জেলার মহদিপুর সীমান্ত দিয়ে সীমান্ত দিয়ে। সীমান্ত এলাকা বরাবর কড়া নজরদারি রেখেছে বিএসএফ। সীমান্ত এলাকায় বিএসএফ এবং পুলিশের তৎপরতা বেড়েছে। ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও। সোমবার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ ছিল। গতকাল বিকেলে শেষ পণ্যবাহী গাড়ি গিয়েছিল। এরপর আজ সকালে ব্যবসা বন্ধ থাকায় সীমান্তে পণ্য নিয়ে অপেক্ষায় রয়েছে বহু ট্রাক। অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সোমবার দুপুরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। এরপরেই ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় বিএসএফের তরফে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়। এমনকী, BSF-এর ডিজি কলকাতায় এসে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সংযোগকারী সীমান্ত এলাকাগুলিতে দুপুরের পর থেকেই নজরদারি বাড়ানো হয়।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author