বনধের বিরোধিতায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে, ‘আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা’
বন্ধের বিরোধিতায় মামলা খারিজ । মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন।
সেই মামলা আজ খারিজ করেন প্রধান বিচারপতি। আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি। ‘মামলাকারী আইনজীবী এই আদালতে কোনও জনস্বার্থ মামলা করতে পারবেন না।’ আইনজীবীকে নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ‘মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে’, বলে পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় মন্তব্য প্রধান বিচারপতির।
বনধের বিরোধিতায় যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, আজ সেই মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি। খারিজ করার কারণ সবথেকে গুরুত্বপূর্ণ। সঞ্জয় দাস নামে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এই মামলা করেছিলেন। এই সঞ্জয় দাসকে প্রধান বিচারপতি ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। তার পাশাপাশি নির্দেশ দেন, এই সঞ্জয় দাস কলকাতা হাইকোর্টে কোনও ধরনের জনস্বার্থ মামলা করতে পারবেন না। ফলে, বনধের বিরোধিতায় যে মামলা হয়েছিল, সেই মামলা খারিজ করা হল ।