বন্যায় বাড়ছে হাহাকার। মালদার মানিকচকের টিনের ডিঙ্গি ডুবে মর্মান্তিক ঘটনা
ভূতনির বন্যায় ফের একজনের মৃত্যু। টিনের ডিঙি নৌকা ডুবে গিয়ে মৃত্যু। ঘটনায় দুই সন্তান প্রাণে বাঁচলেও মৃত্যু হল বাবার। প্লাবিত এলাকায় টিনের নৌকা ডুবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদহের ভূতনি থানার পুলিনটোলা এলাকায়। মৃত জিতেন মন্ডল বয়স ৩০। বাড়ি ভুতনীর শ্যামসুন্দর টোলা এলাকায়।
জানা গিয়েছে, দুই নাবালক সন্তানকে টিনের নৌকায় বসিয়ে প্লাবিত এলাকা হয়ে দোকানে যাচ্ছিলেন জীতেন মন্ডল। তখনই পুলিনটোলা এলাকায় টিনের নৌকা উল্টে যায়। পাশ দিয়ে যাওয়া অন্য একটি টিনের নৌকার লোকেরা দুই কন্যা সন্তানকে তড়িঘড়ি উদ্ধার করলেও তলিয়ে যায় জিতেন মন্ডল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে ছুটে যান ভুতনি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তড়িঘড়ি শুরু হয় খোঁজাখুঁজির কাজ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জিতেনের মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার করে জিতেন মন্ডলকে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় কান্নায় ভেঙেছে পরিবারের সদস্যরা।
বন্যার জলে ভেসে গিয়েছে মালদহের ভুতনি। ভুতনিতে গঙ্গার জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার জল ঢুকে পড়ায় সমস্ত কিছু ভেস্তে যেতে বসেছে। দুর্গা মন্দির থেকে মন্ডপ গুলিতে জল ঢুকে পড়েছে। অর্ধসমাপ্ত অবস্থায় মন্ডপ তৈরির কাজ বন্ধ হয়ে পড়েছে। প্রতিমা তৈরিতে ও সমস্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পুজোর আনন্দে শামিল হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে