আজকে 6ই অগাস্ট বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এ বনলতা রিসোর্টে পেঁয়াজ চাষের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করেছে ডিস্ট্রিক্ট হর্টিকালচারাল অফিস বাঁকুড়া।
এই বর্ষাকালীন পেঁয়াজ বীজ বিতরণ শিবিরের উদ্দেশ্য হল-
জয়পুরে চাষীরা বর্ষাকালীন পেয়াজ চাষে যাতে উদ্ভূত হয় এবং সেই চাষের উপযোগিতা এবং কিভাবে চাষ করা যেতে পারে এবং এই পেয়াজ চাষে কি লাভ সেই ব্যাপারে এই শিবিরের আলোচনা করা হবে এবং আজকে এই চাষীদের মধ্যেই পেঁয়াজ বীজ বিতরণ করা হবে হর্টিকালচার দপ্তর থেকে, এছাড়া হর্টিকালচার দপ্তর কি কি কাজ করছে? কি কাজ করে ?এবং এই জেলার যেসব পাশাপাশি জেলা আছে সেসব জেলায় কি ধরনের মাটি রয়েছে কোন জেলায় কি রকম চাষে উন্নতি হয়েছে? হটিকালচার কি কাজ করছে সেই নিয়ে বিশদে আলোচনা করা হবে।

এছাড়া পেঁয়াজ সংরক্ষণ থেকে শুরু করে মাশরুম চাষ উন্নতশীল সবজির বীজ বিতরণ করা হবে এবং সেগুলি কিভাবে চাষ করা হবে সে বিষয়েও আলোচনা করা হবে ।যদি কোন চাষীর এ বিষয়ে কোনো অসুবিধে হয় এবং হর্টিকালচার দফতরের সহযোগিতা চায় তাহলে চেষ্টা করা হবে তাদের সেই সেই সমস্যার সমাধানে সহযোগিতা করার। মূলত পেঁয়াজ চাষের উৎপাদন বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে জয়পুর ,বিষ্ণুপুর, সোনামুখী জেলার চাষীরা পেঁয়াজ চাষে উৎসাহ বৃদ্ধি পায় বেশি পরিমানে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পায় ,এবং বাইরের থেকে পেঁয়াজ আমাদের রাজ্যে আমদানি করতে না হয়।
এদিন বর্ষাকালীন পেঁয়াজ বীজ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন দিপেন্দু বেরা, শুভাশিস বটব্যাল, দেবাঞ্জন নস্কর, মৌ বিশ্বরূপা সেনগুপ্ত বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author