বহুরূপীতে মুগ্ধ প্রসেনজিৎ শাহরুখ খানের সঙ্গে শিবপ্রসাদের তুলনা করলেন প্রসেনজিৎ

পুজোর বক্স অফিসে অন্যদের টেক্কা দিয়ে এক নম্বরে শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’। আবিরকে ছাপিয়ে এই ছবির লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির বক্স অফিস কালেকশন দেব-সৃজিতের টেক্কার চেয়ে কয়েক লক্ষ যোজন এগিয়ে বহুরূপী। এবার ছবির পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদকে শাহরুখের সঙ্গে তুলনা করে প্রশংসায় মাতলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author