বাঁকুড়া বিষ্ণুপুরে উড়ালপুল চালু হতে বন্ধ লেভেল ক্রসিং। বিকল্প রাস্তার দাবীতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের

দক্ষিণ-পূর্ব রেলের বিষ্ণুপুর স্টেশনের অদূরেই রেল পথকে আড়াআড়ি ছেদ করেছে ৬০ নম্বর জাতীয় সড়ক। আর সেই সড়ক পথ হয়েই বিষ্ণুপুর এর লোকজন যাতায়াত করত।
এতদিন পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুর এর লেভেল ক্রসিং হয়ে যাতায়াত করতে প্রচুর যানজটের সম্মুখীন হতে হতো বিষ্ণুপুর বাঁকুড়া বাসীদের কে। সেই সুরাহা থেকে মুক্তি পাওয়ার জন্য উড়ালপুলের ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন যাবত অপেক্ষার পর সেই উড়ালপুল চালু হল। উন্নয়ন হল কিন্তু তারপরেও এই সমস্যার থেকে মুক্তি যেন মিলল না বরং আরো সমস্যার সম্মুখীন হতে হল সাধারণ মানুষদের। রেল লাইনের অপর পাড়ে থাকা দ্বাদশ বাড়ি, কাঁটাবাড়ি, বনকাটি, ঝরিয়া, সেনডাঙ্গা সহ ১০-১২টি গ্রামের মানুষ। শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিনোদন, এমনকি দৈনন্দিন প্রয়োজনে লাইনের অপর পাড়ে থাকা বিষ্ণুপুর শহরের উপর নির্ভরশীল এই সব গ্রামের লোকজন। কিন্তু, রেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় এখন উড়ালপুল দিয়ে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে তাঁদের পৌঁছাতে হচ্ছে বিষ্ণুপুর শহরে। তাতেই তাঁদের মধ্যে বাড়ছে ক্ষোভ।
বাঁকুড়া বিষ্ণুপুরবাসীদের সুবিধার্থেই চালু করা হয় এই উড়ালপুল। এমনকি বাঁকুড়া জেলার পাঁচবাগা, নতুনচটি, কাঠজুড়িরডাঙ্গা এলাকার মানুষজন সে রেল ক্রসিং হয়ে পারাপার করত এখন সেই রেল ক্রসিং বন্ধ হয়ে যায় প্রচন্ড সমস্যার সম্মুখীন এই এলাকার মানুষজনরা। সেই উড়ালপুল চালু হতেই লেভেল ক্রসিং বন্ধ যাওয়ার ফলে বাঁধে বিপত্তি। বিকল্প রাস্তার দাবিতে বিক্ষোভ তুলে ১০ থেকে ১২ টি গ্রামের বাসিন্দা সহ পড়ুয়ারা। তাদের দাবি তারা অনেক দূর-দূরান্ত থেকে স্কুলে পড়তে আসে কিন্তু তাদেরকে এই উড়ালপুল হওয়ার জন্য অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। যার জন্য অনেক সমস্যাও তৈরি হচ্ছে। স্থানীয় এক গ্রামবাসীর অভিযোগ,এইভাবে দীর্ঘদিন ধরে এভাবে রেল লাইন দিয়ে যাতায়াত করলে ছোটখাটো দুর্ঘটনা সম্মুখীন হতে হতে পারে অভিভাবকরা প্রচন্ড চিন্তার মধ্যে থাকেন এর মধ্যে কয়েকটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। তারা জানান এতদিন রেলপথ পারাপার করার জন্য ছিল লেভেল ক্রসিং। সম্প্রতি সেই জায়গায় উড়াল পুল তৈরি হওয়ায় রেলের তরফে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ফলে অনেকটাই ঘুরে পথে যেতে হচ্ছে বলে সমস্যা হচ্ছে এই জন্য বিকল্প রাস্তার দাবিও তারা তুলেছে।
স্কুল-কলেজ থেকে দোকান বাজার যেতে হলেও ঘুরে যেতে হচ্ছে প্রায় দেড় কিলোমিটার। উড়ালপুল দিয়ে যেতে গিয়ে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে রেল লাইন পারাপারের জন্য বিকল্প রাস্তার দাবিতে বিষ্ণুপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বসে বিক্ষোভে সামিল হলেন এলাকার ১০ থেকে ১৩ টি গ্রামের মানুষ। গ্রামবাসীদের এই বিক্ষোভকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষ্ণুপুর স্টেশন চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী।
গ্রামের লোকজনদের দাবি
অবিলম্বে এই সমস্যা সমাধান করতে লাইন পারাপারের বিকল্প রাস্তা তৈরি না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours