বাংলাদেশের হুমকির জবাবে মমতার তীব্র প্রতিক্রিয়া: “উস্কানিমূলক মন্তব্য বরদাস্ত নয়
বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্মী ও রাজনৈতিক নেতার ভারত-বিরোধী মন্তব্য এবং কলকাতা দখলের হুমকির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আপনারা বলবেন দখল করবেন, আর আমরা বসে ললিপপ খাব, এটা ভাববেন না। আমরা অখণ্ড ভারতবর্ষ।”মমতা বলেছেন, “বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। যারা এমন উস্কানিমূলক মন্তব্য করছে, তাদের বলব সুস্থ থাকুন, ভাল থাকুন।” তিনি উল্লেখ করেন, সীমান্তের নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীয় সরকারের এবং বিএসএফের হাতে। মমতা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বলেন, “মাইনরিটিদের ওপর অত্যাচার চলছে, যা আমরা ভালভাবে দেখছি না।” তবে তিনি এই প্রসঙ্গে শান্তি এবং সম্প্রীতির গুরুত্বও তুলে ধরেন। মমতা অভিযোগ করেন, কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল ফেক ভিডিও ভাইরাল করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, “এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। তবে অনুরোধ করব, এমন কাজ করবেন না যার প্রভাব এখানে পড়ে।” মুখ্যমন্ত্রী বলেন, “এপার বাংলা দেখিয়ে দিক জাতীয়তাবোধ, মমত্ববোধ, স্নেহবোধ। কেউ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে প্রতিরোধ গড়ুন।” বাংলাদেশ থেকে আসা হুমকির প্রেক্ষিতে মমতার এই বক্তব্য রাজ্যের জনগণকে শান্তি বজায় রাখতে উৎসাহিত করার পাশাপাশি জাতীয়তাবোধের প্রতি গুরুত্ব আরোপ করেছে। তবে বিরোধী দলগুলো এর পেছনে রাজনীতির সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেছেন তিনি
+ There are no comments
Add yours