বাংলাদেশে নিষিদ্ধ হবে ইসকন? হাইকোর্টে আবেদন
রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে একদল হামলাকারী চট্টগ্রামের আদালতে কুপিয়ে খুন করেছে সরকারি আইনজীবীকে। মঙ্গলবার এই ঘটনার পর থেকে বাংলাদেশে দাবি ওঠে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই দাবির ভিত্তিতে বুধবার হাইকোর্টে ইসকন নিষিদ্ধ করার মামলা দায়ের করার আবেদন জমা পড়ল।
জানা যাচ্ছে, ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে ঢাকায় হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন ওই আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেলকে ডেকে পাঠায় আদালত।
অ্যার্টনি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান বলেছেন কেউ কোনো দৃষ্টিভঙ্গী থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। ইসকন ও সাম্প্রতিক ইস্যুত সরকারের পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট।
বিতর্কিত বাংলাদেশি ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে তার নিজের দেশের জাতীয় পতাকার অবমাননা করা ও প্রকাশ্য সমাবেশে উস্কানি ভাষণ দেওয়ার অভিযোগে মামলা চলছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ চট্টগ্রামের জেলে বন্দি।ইসকনের তরফে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিন্ময়কৃষ্ণর মুক্তি চাওয়া হয়।
মঙ্গলবার চিন্ময়কৃষ্ণকে জেলে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের মহকুমা আদালতে হামলায় অভিযুক্ত ইসকন এবং চিন্ময়কৃষ্ণের ভক্তরা। আদালত প্রাঙ্গনের মধ্যেই কুপিয়ে খুন করা হয় সরকারি আইনজীবী নিহতের নাম সাইফুল ইসলাম আলিফ (৩৫) কে। তিনি চট্টগ্রাম আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ ওই সরকারি আইনজীবীকে খুন করেছে বাংলাদেশ ইসকনের অনুসারী ও চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসকন বাংলাদেশ শাখা।
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) কে বাংলাদেশ জামাত ইসলামি তাদের সংগঠনের সদস্য বলে দাবি করেছে। তার মৃত্যুর পর চট্টগ্রামে সংঘর্ষ ছড়ায়। একাধিক জখম। পরিস্থিতি সামলাতে বাংলাদেশের সর্বত্র সতর্কতা জারি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
+ There are no comments
Add yours